স্বপ্নে সাপ দেখলে কি হয় ? ইসলামিক ব্যাখ্যা
স্বপ্নের সাপ দেখলে বা কামড়ালে
এইটা শত্রু বৃদ্ধি বা যাদু টোনা ও জিন ভুতের কারণও হতে পারে। সপ্নে সাপ দেখা একেক সময়
একেক রকম ব্যাখ্যা দিয়ে থাকে। যেমন ফজরের আযানের সময় স্বপ্ন কিছুটা সত্যি হয়
এছাড়া অন্যান্য সময়ের স্বপ্ন যা খারাপ জিন দেখিয়ে থাকে। স্বপ্ন নানাভাবে আমাদের জীবনে একটি অংশ হয়ে দাঁড়ায় তাই আমরা স্বপ্ন দেখলে খুঁজতে চেষ্টা করি এর ব্যাখ্যাটা কি?
আমরা কমবেশি সবাই সাপ দেখি এবং ভয় ও পাই তা স্বপ্নে হোক বা বাস্তবে হোক। তবে স্বপ্নে সাপ
দেখলে মনে হয় আমরা বাস্তবেই দেখছি। এমন সিচুয়েশন হয় এবং ঘুমন্ত অবস্থায় গা
ঘেমে যায়। মানুষের জীবনে স্বপ্নের জগত ও বাস্তবের জগত এর সঙ্গে অনেক কিছু মিল
আছে তাই আমরা যে স্বপ্ন দেখি তার ওপর আংশিক ভাবে নির্ভর করে বাস্তবতাও।
পেজ সুচিপত্র: স্বপ্নে সাপ দেখলে কি হয় ইসলামিক ব্যাখ্যা
মেয়েরা স্বপ্নে সাপ দেখলে কি হয়
মেয়েরা স্বপ্নে সাপ দেখলে আদৌ কিছু হয় কিনা এ পর্যায়ে আমরা সেটা নিয়ে
বিস্তারিত আলোচনা করব। আমি আশা করি আপনারা যদি আমার এই কন্টেন্ট টা ভালো করে
পড়েন তাহলে মেয়েরা স্বপ্নের সাপ দেখলে কি হয় এসব সম্পর্কে বিস্তারিত জানাতে
পারবো।
আসলে আমরা সাধারণত জানি যে অবিবাহিত মেয়েরা স্বপ্নে সাপ দেখলে একটা সমস্যা
দেখা দেয়। যখন আপনারা স্বপ্নে সাপ দেখবেন তখন ধারণা করা হয় যে, আপনার আসে
পাশেই কেউ না কেউ শত্রু হয়ে যাচ্ছে বা আপনার শত্রু বেড়ে যাচ্ছে।
আরো পড়ুনঃ গরমে ত্বকের যত্নে বরফ
তবে বিবাহিত মিয়েরা স্বপ্নে সাপ দেখলে পেটে বাচ্চা আসে। আমি নিজে প্রমানিত আমার
বোন এর বিয়ের পর স্বপ্নে দেখে জোরা সাপ বিছানাতে নাচতেছে তার পরের মাসে পেটে
বাচ্চা আসে। তাই আমি মনে প্রানে বিশ্বাস করি যে সপ্নে সাপ দেখলে পেটে বাচ্চা
আসে।
কিছু কিছু মুমিনগণেরা বলেছেন, তোমাদের সন্তান-সন্ততিও তাদের শত্রু হতে পারে এবং
ছেলেদের ক্ষেত্রে তাদের স্ত্রীগণের কোথাও বলেছে এবং তাদের থেকে সর্বদা সতর্ক
থাকার নির্দেশ দিয়েছেন।
আমাদের পবিত্র কুরআনে ৬৪ নাম্বার সূরা আত- তাগাবুনএর ১৪ নাম্বার আয়াতে বলা
হয়েছে যে,
"হে মুমিনগণ তোমাদের স্ত্রী আর সন্তানদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু কাজেই
তোমরা তাদের হতে সতর্ক হও তোমরা যদি তাদের প্রতি ভালো আচরণ করো তাদের দোষ
অপেক্ষা কর আর তাদের ক্ষমা করো তাহলে (তোমাদের সেই কাজ হবে আল্লাহর কাছে
পছন্দনীয় কারণ) আল্লাহ অতি ক্ষমাশীল ও পরম দয়ালু"।
হে বিশ্বাসীগণ তোমাদের স্ত্রী স্বামী ও সন্তান-সন্ততিদের মধ্যে অনেকেই তোমাদের
শত্রু; অতএব তাদের সম্পর্কে তোমরা সবসময় সতর্ক থেকো। আর যদি তোমরা তাদেরকে
ক্ষমা কর ও মার্জনা করো তাহলে অবশ্যই আল্লাহ অসীম দয়ালু ও পরম করুণাময় ও
ক্ষমাশীল। যারা তোমাদের ভালো কাজ করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে, জেনে নিও
তারা তোমার কল্যাণকামী ও কাছের মানুষ নয় বরং তারা তোমাদের শত্রু।
গর্ভবতী মহিলাদের স্বপ্নে সাপ দেখলে কি হয়
গর্ভবতী মহিলারা স্বপ্নে যদি সাপ দেখে তা বিছানায়, মাথার উপর, আবার পায়ের
চারপাশে ঘুরছে দেখলে তা ভালো ইঙ্গিতের লক্ষণ, যদি সাপ আপনার কোন ক্ষতি না করে
ভালোভাবে স্বপ্নে দেখা দেয় তাহলে সেটার লক্ষণ ভালো হতে পারে।
স্বপ্নে সাপ দেখাটা আবার কোন কোন ধর্মে জ্ঞান বৃদ্ধির লোগো হিসেবেও ধারণা করা
হয়। তাই আমরা কোন কোন ক্ষেত্রে ধরতে পারি যে, গর্ভাবস্থায় স্বপ্নের সাপ দেখলে
গর্ভের বাচ্চা জ্ঞানীবান ও বুদ্ধিমান হতে পারে।
স্বপ্নে জোড়া সাপ দেখলে কি হয়
আমরা সচরাচর জানি স্বপ্নে জোড়া সাপ দেখলে একের অধিক গোপন শত্রু তৈরি হয়। যদি
আমরা দুইটি বা তিনটি মাথাযুক্ত সাপ দেখে থাকি তাহলে আমাদের সতর্ক হওয়া উচিত
কারণ এর এক একটি মাথায় একটি করে খারাপ উদ্দেশ্যযুক্ত শত্রু থাকতে পারে।
স্বপ্নে সাপের সাতটা পর্যন্ত মাথা হয়ে থাকে। যদি আমরা সাতটা মাথাযুক্ত সাপ
দেখি, তাহলে সেই ব্যক্তির অনেক খারাপ লক্ষণ দেখা দিবে যেমন তার আশেপাশে অনেক
খারাপ মানুষের আনাগোনা ও দেখা দিতে পারে। স্বপ্নে গুইসাপ দেখলে আমরা বুঝবো সে
ব্যক্তি অসুস্থ হওয়ার সম্ভাবনাও থাকতে পারে।
স্বপ্নে ভিন্ন ভিন্ন রঙের সাপ দেখলে কি হয়
আমরা স্বপ্নে বিভিন্ন ধরনের সাপ দেখে থাকি। তাদের মধ্যে সাদা, কালো, সবুজ
,হলু্দ, এবং চগড়া বগড়া কালার হয়ে থাকে। আসুন এসব বিষয়ে বিস্তারিতভাবে আমরা
জানানোর চেষ্টা করব। আমরা এক এক সময় এক এক ধরনের সাপ দেখে থাকি কোন রঙের সাপ
দেখলে কি হতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আসুন তাহলে জেনে নেওয়া
যাক।
সাদা সাপ দেখলে
স্বপ্নের সাদা সাপ দেখা হলো ধনসম্পত্তির প্রতীক কখনো সাদা সাপ দ্বারা ওই
ব্যক্তির কঠোর পরিশ্রম করে ধনসম্পত্তি প্রাপ্তি হওয়ার চিন্তা-ভাবনা কেউ বুঝায়
সাদা সাপ দেখাটা হল অধিক চেষ্টার ফলে তার জীবনের সবটুকু দিয়ে অর্থ সম্পদের
মালিক হওয়া।
কালো সাপ দেখলে
স্বপ্নে আপনি কালো সাপ যদি দেখেন তাহলে সেটা শুভ লক্ষণ। এর অর্থ হচ্ছে আপনি খুব
শীঘ্রই চাকরি বাকরি অফার পেতে পারেন বা চাকরি করলে তার পদোন্নতি লাভ করতেও
পারেন। এছাড়াও আপনার মাসিক বেতন বৃদ্ধি হতে পারে।
সবুজ সাপ দেখলে
শাস্ত্র মধ্যে বলা যায় যে, যে ব্যক্তি স্বপ্নে সবুজ রঙের সাপ দেখে তার
ব্যবসা-বাণিজ্যেতে উন্নতি হওয়ার ইঙ্গিত পায়। এমন ধরনের স্বপ্ন দেখলে আপনারা
সহজে বুঝবেন আপনার জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য যে কোন বাধা বিপত্তি দূর হতে
চলেছেন।
চগড়া বগড়া রঙের সাপ
চকরা বগুড়া রঙের সাপ স্বপ্নে দেখলে জীবনে সুখ শান্তি ও আনন্দের ইঙ্গিত দেয়।
এছাড়াও প্রচুর টাকা-পয়সা সম্মান অর্জন করতে পারেন ।
লাল রংয়ের সাপ দেখলে
লাল রঙের সাপ এমন একটি সাপ যা স্বপ্নে দেখলে আপনার কাঁধে অনেক বড় দায়িত্ব
আসার মত ইঙ্গিত দেয়। এই স্বপ্ন দেখলে আপনি ভেবে নিবেন আপনার উপরে কোন একটা
দায়িত্ব দেয়া হবে সে দায়িত্ব পালন করতে না পারলে এর দায়ভার ও গ্রহণ করতে
হবে ।
ইসলামিক দিশটি কোন থেকে স্বপ্নে সাপ দেখার ব্যাখ্যা
স্বপ্নে দেখা ব্যক্তি ঘুমানো অবস্থায় যে চিন্তা চেতনা এবং অদৃশ্যমান ভিডিও দেখে
থাকে তার নামই হলো স্বপ্ন। আর এই স্বপ্ন মানুষের বাস্তব জীবনের সঙ্গে অপকৃতভাবে
জড়িত থাকে। স্বপ্নকে আমরা ইসলামিক পরিভাষায় বলে থাকি রুইয়া এবং ফারসি ভাষায় ক
খাওয়খা খাব। দুনিয়াতে খুব কম মানুষই আছে যারা স্বপ্নে সাপ দেখেনা।
মানুষ ভালো মন্দ সব রকম স্বপ্ন দেখে এবং কম বেশি সকল মানুষেরই সাপ নিয়ে স্বপ্ন
দেখার অভিজ্ঞতা আছে। স্বপ্নে আমরা অনেকেই সাপ দেখে থাকি তবে সাপগুলো্কে এমন
অবস্থা মনে হয় সাপগুলো আমার সামনে দাঁড়িয়ে আছে।
আবার ঘুম ভাঙলেও মনে হয় মাথা থেকে নামছে না সে বিষয়টি তখন আমাদের মনে প্রশ্ন
জাগে আসলেই তো স্বপ্নের সাপ দেখলে ইসলামে কি ব্যাখ্যা হতে পারে জানা দরকার। তাই
আমাদের আগে বুঝতে হবে যে স্বপ্নের সাপটা কি অবস্থায় দেখেছি আকারে কেমন ছিল ছোট
না বড় ইত্যাদি। তাহলে চলুন দেখা যাক কি ব্যাখ্যা হতে পারে।
স্বপ্নে সাপ দুই টুকরো করতে দেখলে
স্বপ্নে সাপ দুই টুকরো করতে দেখলে বোঝা যাবে যে আমি দুই শত্রুর মাঝখানে অবস্থান
করছি। যা চরম বিপদের সংকেত। যদি দুই টুকরো করতে পারি তাহলে শত্রুকে পরাস্ত ও
পরাজয় করতে পারব বোসত্ত্রুকে।
স্বপ্নের ছোট সাপ দেখলেই কি হয়
ইসলামিক ব্যাখ্যা অনুযায়ী বলা যায় যে স্বপ্নে ছোট সব দেখাটা হল জীবনের শেষ
মুহূর্ত পর্যন্ত ছোটখাটো কিছু শত্রুর আনাগোনা থাকবে। যারা আমাদের সবসময়ই কিছু
না কিছু সমস্যার মুখোমুখি করবে।
স্বপ্নেই বড় সাপ দেখলে কি হয়
ইসলামিক ব্যাখ্যা অনুযায়ী বড় সাপ দেখাটা হল আমাদের জীবনে যেসব শত্রুকে শেষ
করে ফেলেছে যা আমাদের জীবনে একপ্রকার আনন্দ বয়ে আনে।
স্বপ্নে সাপ মারতে না পারলে কি হয়
ইসলামিক ব্যাখ্যা অনুযায়ী বলা যায় যে আমরা যদি স্বপ্নে সাপ মারতে না পারি এবং
আমাদের তারা করছে এমন দেখি তো বুঝবো আমাদের বাস্তব জীবনের ের শত্রুদের নিধন
করতে পারবো না শত্রুদের কাছে নিজেকে আত্মসমর্পণ করাটা হচ্ছে এই লক্ষণ ।
স্বপ্নে সাপ মারলে কি হয়
স্বপ্নের সাপ মারলে তার গোপন শত্রুকে আঘাত করা বোঝায়। যদি দেখি স্বপ্নের সাপকে
হত্যা করেছি তাহলে তার শত্রুকে দমন করতে পারা আর যদি দেখি সে সাপ আপনাকে কামড়
দিয়েছে তাহলে বুঝবেন যে বাস্তব জীবনে শত্রু আপনাকে আঘাত করবে। যদি আপনি
স্বপ্নে দেখেন যে সাপ আপনার লজ্জা স্থানের কাপড়ের নিচ দিয়ে বের হচ্ছে তাহলে
বুঝবেন আপনার ইজ্জতের খেয়ানত হতে পারে। আমরা সর্বোপরি বলতে পারি স্বপ্নের সাপ
মারা হচ্ছে তার শত্রুদেরকে ধ্বংস করা। যদি উপর দিকে যাচ্ছে দেখেন তাহলে বুঝবেন
সেই ব্যক্তি সম্মানিত হবে।
যারা স্বপ্ন নিয়ে গবেষণা করেছেন তাদের মতে, স্বপ্ন নানাভাবে আমাদের জীবনে একটি অংশ হয়ে দাঁড়ায় তাই আমরা স্বপ্ন দেখলে খুঁজতে চেষ্টা করি এর ব্যাখ্যাটা কি?
স্বপ্নের সাপ কামড়ালে কি হয়
স্বপ্নের সাপে কামড়ালে কি হয় তা আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। সবাই আমরা
স্বপ্ন দেখি কিন্তু স্বপ্নে সাপ কামড় দেয়াটা ভালো নাকি খারাপ তা আমরা বিস্তারিত
জানানোর চেষ্টা করব। যারা স্বপ্ন ব্যাখ্যা করে তাদের মতামত অনুযায়ী স্বপ্নের
সাপে কামড়ালে তা খারাপ লক্ষ্যন ইঙ্গিত করে।
তখন আমাদের বুঝতে হবে যে এই স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী আমাদের খারাপ কিছু
হতে চলেছে। ইসলামে বলে যে সাপে কাটার স্বপ্ন দেখলে কালো জাদু বা গিয়ান অথবা তাবিজ
কবজ করাকে বুঝায়। আমরা ইসলামিক দিক দিয়ে আরও ধারণা করতে পারি যে স্বপ্নে সাপে
কাটা দেখলে বুঝবেন আপনার জন্য কোন খারাপ সংবাদ আসতে চলেছে।
এছাড়াও আপনি আরো ধারণা করতে পারেন যে আপনার বা আপনাদের সন্তান-সন্ততির উপর
খারাপ জিনের প্রভাব পড়তে পারে। তাছাড়া বিভিন্ন জ্যোতিষ গনদের মত অনুযায়ী
বলতে পারি যে, স্বপ্নের সাপে কাটা দেখা টা একটা মানসিক রোগেও পরিণত হতে পারে
এছাড়া মানুষের ঘুম ঠিকমতো না হওয়া ডিপ্রেশনে যাওয়া ব্লাড প্রেসার বেড়ে
যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে।
আরো পড়ুনঃ৭ দিনে ফর্সা হওয়ার নাইট ক্রিম।
শেষ কথা
উপযুক্ত আলোচনা থেকে আমরা বলব যে, স্বপ্নের সাপ দেখলে কি হয় এবং সাপ কামড়ালে
কি হয় এছাড়াও বিস্তারিত যা যা আলোচনা করা হয়েছে ইসলাম অনুযায়ী আমরা এই
আরটিকালে বিস্তারিত সকল তথ্য দেওয়ার চেষ্টা করেছি আমরা অনেক আলাপ আলোচনা ও
গবেষণা করে এই সকল তথ্য খুঁজে পেয়েছি এবং নিজের কিছু অভিজ্ঞতা ও তুলে ধরার
চেষ্টা করেছি।
যদিও সাপ একটি সরীসৃপ জাতীয় প্রাণী। এই প্রাণী জলে এবং স্থলে উভয় জায়গায়
দেখতে পাওয়া যায় আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে সাধারণত জানি খারাপ কোন স্বপ্ন
দেখলে তখন আপনাদের বাম পাশে তিনবার থুতু নিক্ষেপ করা উচিত এবং “ আউযুবিল্লাহ
হিমিনাস শাইতানির রজিম” বলা উচিত। এতে খারাপ জিনের উপ্দ্রপ থেকে রক্ষা পায় এবং
খারাপ স্বপ্ন দেখলে তা বাস্তবায়ন হওয়া থেকে রক্ষা করে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url