আমি যেভাবে healthysoulbd blogger ওয়েব সাইট তৈরি করেছি ।

 প্রথমে Blogger ওয়েব সাইট তৈরি করার জন্য Gmail Log in করে Blogger.com এ যেতে হবে । তারপর Blogger এ গিয়ে Creat Account এ যেয়ে যে নাম পছন্দ করা আছে সে নাম দিতে হবে । তবে আমি চাইলে ঐ নাম যে কোন সময় Change করতে পারবো।


এরপর  Adress এ যেতে হবে, যেখানে টাইটেল নামে এর আগে www.  দিতে হবে । তারপর Display  নাম টি দিলেই Account খোলা হয়ে যাবে। 


এখন Blogger ওয়েব সাইট পাবলিশ করতে গেলে আমাদের প্রয়োজন একটি ডোমেইন। তাই এখন আমাদের ডোমেইন সম্পর্কে জানতে হবে।


ডোমেইন হলো একটি ওয়েব সাইড এর নাম যেটা আমাদের টাকা দিয়ে কিনতে হয় এবং হস্টিং হলো ওই ওয়েব সাইডের নিজস্ব স্থান বা জাইগা। যেটা Blogger Hosting যা আমাদের কিনতে হবে না।


যেহেতু আমরা Bloggerওয়েব সাইট বানাবো সেহেতু আমাদের ডোমেইন কিনলে হবে হস্টিং কিনতে হবে না, হস্টিং আমাদের গুগল ওয়েব সাইট দিয়ে দিবে ।যদি আমরা ওয়ার্ড প্রেস Acount  করতে চাই তাহলে আমাদের ডোমেইন এবং হস্টিং দুটোই কিনতে হবে।


ডোমেইন দুই রকমের হয় একটি দেশি আর একটি বিদেশি ।আখন আমাদের দেকতে হবে কন কোন ডোমেইন আমাদের জন্য ভাল।


আগে দেশি ডোমেইন আর কথা বলি , দেশি ডোমেইন যার দাম ৩৫০ থেকে ১৭০০ টাকা পর্যন্ত হয় এবং দেশি ডোমেইন কেনা খুবই সহজ যা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রেমেন্ট কেনা যাই ।দেশি ডোমেইন কেনা সহজ বা দাম কম হলেও এর সমস্যা ওনেক বেশি । যা সমাধান করার জন্য এদের থেকে সাহায্য পাওয়া জাই না ।দেশি ডোমেইন নিয়ন্ত্রন করে দেশের সরকার তাই যেকোন সময় বন্ধ করে দিতে পারে।


বিদেশি ডোমেইন ২০০০ টাকা থেকে শুরু এর প্রেমেন্ট পদ্ধতি ও খুব কঠিন এর প্রেমেন্ট ডলারের মাধ্যমে মাস্টার কার্ড দিয়ে করতে হয় । এই ডোমেইন এর যে কোন সমস্যা হলে যে কন সময় সাহায্য পাওয়া যাই এবং এটা সরকার এর হাতে থাকে না তাই যে কোন সময় বন্ধ করতে অ পারে না।


বিদেশি ডোমেইন কেনার জন্য সুধু নাম পছন্দ করলে হবে না, এই নাম টি http://www.namecheap.com ওয়েব সাইড এ গিয়ে দেকতে হবে সেই নাম টি ফাঁকা আছে কি না, যদি ফাঁকা থাকে তাহলে আমরা সেই নাম টি কিনতে পারব। যেহেতু আমাদের ডোমেইন কেনার পক্রিয়া জানা নাই। তাই আমি Ordinary It এর মাধ্যমে বিদেশি ডোমেইন কিনেছি।


ডোমেইন টি কেনার জন্য Ordinary It  তে একটি ফরম ফিলাপ করি যেখানে আমার Gmail দেয়া থাকবে এবং ডোমেইন কেনা হয়ে গেলে আমাদের Gmail এ একটা মেইল আসে সেখানে ক্লিক করার পর আমি সেই ডোমেইন টি আমার Blogger Account এ অ্যাড করে নেই। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url