ই-পাসপোর্ট করার নিয়ম ও খরচ
ই পাসপোর্ট করার নিয়ম ও খরচ
বহু আগের কথা এক সময় আমাদের দেশে হাতে লেখা পাসপোর্ট চালু ছিল । তারপর MRP (Machine Readable passport) চালু হলো । আগে সকল জেলাতে ই পাসপোর্ট চালু না হলেও এখন বর্তমানে সকল জেলাতে ই পাসপোর্ট প্রদান করা হয়ে থাকে।
এখন থেকে ই পাসপোর্ট করার জন্য আর কোন দালাল ধরতে হবে না । এখন শুধু মাত্রও অনলাইন এ ঘরে বসে নিজে নিজে ই পাসপোর্ট করে ফেলতে পারবেন। বাংলাদেশের মানুষ এর কাছে আগে ইন্টারনেট এতো ছিল না। কিন্তু এখন বর্তমানে বেশি ভাগ মানুষ এর কাছে ইন্টারনেট বা স্মার্ট ফোন রয়েছে।
আগে নতুন পাসপোর্ট করতে দালাল কে টাকা দিতে হতো এবং অনেক সমস্যা ও জটিলতা পোহাতে হতো। তবে এখন সে সকল সমস্যা অধিকাংশ কমে গেছে। এখন কেউ চাইলে খুব সহজে কম্পিউটার দিয়ে ইন্টারনেট এর মাধ্যমে ই পাসপোর্ট এর আবেদন করতে পারবে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url